ইনসাইড গ্রাউন্ড

‘শিরোপার জন্য মাঠে নামতে হবে বাংলাদেশকে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

কোয়ার্টার ফাইনাল কিংবা সেমি-ফাইনাল খেলে সন্তুষ্ট থাকলে হবে না বাংলাদেশকে। ট্রফি জেতার জন্যই বাংলাদেশকে এখন মাঠে নামতে হবে। এমনটাই এখন মনে করছেন ভারতের সাবেক পেস বোলিং অল-রাউন্ডার অজিত আগারকার।

বাংলাদেশ নিয়মিত এখন ভালো খেলছে। তাই এশিয়া কাপের মতো আসরে বাংলাদেশের কাছ থেকে শিরোপা প্রত্যাশা করাই যায় বলে মনে করছেন এই ভারতীয়। তাঁর মতে, বাংলাদেশের এখনই সময় আরও এক ধাপ নিজেদের এগিয়ে নেওয়া। দলে অনেক প্রতিভা রয়েছে বলেই এমন আশা করাই যায়।

তিনি বলেন, ‘তাঁদের থেকে প্রত্যাশা করার প্রত্যাশা সবসময়ই ছিল। দেশটা ক্রিকেট পাগল। এখন নিয়মিত ভালো খেলছে তারা। এখন কি এই দলের কাছে থেকে শিরোপা প্রত্যাশা করা খুব অনুচিত হবে? ভাল খেলা, সেখান থেকে কিছু অর্জন করা। নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা খুব ভাল অর্জন। কিন্তু এখন এমন পর্যায়ে চলে এসেছে বাংলাদেশকে একধাপ আগানো কথা চিন্তা করতে হবে। ট্রফি জিততে হবে। তাঁদের সেই ধরনের প্রতিভা রয়েছে এবং ধারাবাহিকভাবে সেটাও দেখাচ্ছে তাঁরা। সেই হিসেবে তাঁদের কাছে থেকে শিরোপা প্রত্যাশা করাই যায়’।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭