ইনসাইড বাংলাদেশ

আগামীকাল যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ আগামীকাল শনিবার বেলা তিনটায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে।

ঐক্য প্রকিয়ার এই সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংঘঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে বেশ কয়েকটি বাম দলের নেতাকর্মীরা উপস্থিতি থাকবেন বলে আশা করছেন ঐক্য সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

বিএনপি সূত্র থেকে জানা যায়, আগামীকালের সমাবেশে তাদের অংশগ্রহণ থাকবে। তবে বিএনপির পক্ষ থেকে কে বা কারা সমাবেশে অংশগ্রহণ করবেন তা জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী কালের সমাবেশ থেকে বিএনপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৃহত্তর ঐক্যের সূচনা হতে পারে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সমন্বিত কর্মসূচিও আসতে পারে।

ড. কামাল হোসেন কয়েক বছর ধরেই ‘জাতীয় ঐক্য’, ‘বৃহত্তর ঐক্য’ করার কথা বলে আসছিলেন। এর কোনোটাই সফল হয়নি। তবে এবার বিএনপি ও কিছু বাম দলের অংশগ্রহণের সম্ভাবনার কারণে রাজনৈতিক মহলে এই বিষয়ে কিছুটা আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭