ইনসাইড বাংলাদেশ

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি মালবাহী ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার করেছে। ইঞ্জিনটি উদ্ধারে কাজ করছে রেলওয়ের কর্মীরা।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেন লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন এবং ঢাকা অভিমুখে যাত্রা করা ট্রেনগুলো আটকা পরে আছে।

বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭