ইনসাইড গ্রাউন্ড

পর্দার আড়ালে অধিনায়ক ধোনি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। ম্যাচে ভারতের অধিনায়ক হিটম্যান রোহিত শার্মা। কিন্তু কার্যত অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অনেকটা পর্দার আড়াল থেকে নেতৃত্ব দেওয়ার মতো।

ফিল্ডিং থেকে বোলিং পরিবর্তন সবকিছুই রোহিত করছেন ধোনির পরামর্শে। যার প্রমাণ মুশফিক-সাকিবের আউট। সাকিব যখন জাদেজার দুই পর পর বলে দুটি চার মারলেন। তখনই ধোনি রোহিতের কাছে গিয়ে ফিল্ডিং পরিবর্তন করার জন্য বলল। আর রোহিতও ধোনির পরামর্শ মতো কাজ করলেন। যার ফলস্বরুপ আউট হলেন সাকিব। এরপর মুশফিকের উইকেটও পান জাদেজা। ধারাভাষ্যকারও বার বার বলছিলেন আড়াল থেকে ধোনির নেতৃত্বের কথা। অধিনায়ক না হয়ে হয়েও পুরোদস্তর নেতা ধোনি।  

 
বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭