ইনসাইড গ্রাউন্ড

আফগানদের কাছে ক্রিকেট শিখতে হবে বাংলাদেশের?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

কথায় আছে মানুষের হাত তিনটা- ডানহাত, বামহাত ও অজুহাত! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থাও অনেকটা এরকম। কথায় কথায় খালি অজুহাত। এটা নেই, ওটা নেই। এই সমস্যা, সেই সমস্যা। আর উল্টোদিকে আফগানিস্তান তাদের সল্প সুযোগ-সুবিধা নিয়ে একের পর এক বিস্ময় তৈরি করছে।

আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচের কথাই ধরুন। একদিকে বাংলাদেশ যখন বাজে ব্যাটিংয়ে ধুকছে, তখন অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করল আফগানরা। ছোট ছোট পার্টনারশিপ এবং দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৫৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল পাকিস্তানকে। শেষ ৬ ওভারে আফগান ব্যাটসম্যানরা ৫৭ রান তুলে নেয় পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইনআপের বিপক্ষে।

আর অপরদিকে বাংলাদেশ মাঠে আসা টাইগার সমর্থকদের শুধু হতাশায় উপহার দিয়েছে। সিনিয়রদের দায়িত্ব না নিয়ে খেলা এবং বাজে ব্যাটিং নৈপুণ্যে ২০০ রানও করতে পারেনি টাইগাররা। তাই দিনে দিনে আফগানরা যেন টাইগারদের শেখাচ্ছে, কিভাবে ক্রিকেটে উন্নতি করা যায়। কিভাবে স্বল্প সুযোগ-সুবিধা নিয়েও ক্রিকেট বিশ্বের শক্তিশালী দল হিসেবে নিজেদের পরিণত করা যায়।

তাই এই আফগানদের কাছে বাংলাদেশের অনেক কিছুই শেখার আছে বৈকি!  

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭