ইনসাইড বাংলাদেশ

দেড়ঘণ্টা পরে এলেন বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/09/2018


Thumbnail

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে জাতীয় ঐক্যের সমাবেশ শুরু হয়েছে বিকেল ৩টায়। ইতিমধ্যেই জাতীয় ঐক্যের ডাকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সমাবেশে যোগ দিয়েছে বিএনপি। বিএনপির অনেক নেতাই সেখানে সমাবেশ শুরু আগে থেকেই উপস্থিত ছিল। কিন্তু ড. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সমাবেশের প্রধান অতিথি যুক্তফ্রন্টের আহ্বায়ক ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বি. চৌধুরী বেলা সাড়ে ৪ টা পর্যন্ত সমাবেশে উপস্থিত হননি। সমাবেশ শুরুর দেড়ঘণ্টা পর বেলা সাড়ে চারটার কিছু পর তিনি সমাবেশে যোগ দেন।

সমাবেশস্থলে বিভিন্ন নেতারা তাঁদের বক্তব্যে বারবার বলছেন যেকোনো সময় তাঁদের মধ্যে উপস্থিত হবেন বি. চৌধুরী। কিন্তু সমাবেশ শুরুর দেড়ঘণ্টা পরও যাখন তাঁর অনুপস্থিতি দেখা যায়, তখন ঐক্যে প্রক্রিয়ায় বি. চৌধুরীর থাকা নিয়েই প্রশ্ন ওঠে।

বিএনপির সঙ্গে জামাত থাকা প্রশ্নে এরই মধ্যে বি. চৌধুরী ও ড. কামালের মধ্যে বিরোধ দেখা গেছে। আজকের সমাবেশে যোগ দিতে দেড় ঘণ্টা দেরি করা কি এরই জেরে? প্রশ্ন তুলেছেন ঐক্য সংশ্লিষ্ট অনেক নেতা।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭