ইনসাইড পলিটিক্স

আমার অসুস্থতা নিয়ে তামাশা করবেন না: বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/09/2018


Thumbnail

বিকল্পধারার চেয়ারম্যান ও যুক্তফ্রন্ট সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সামনের জন্মদিনে ৮৮ বছর হবে আমার। এ বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। আমার অসুস্থতা নিয়ে তামাশা করবেন না।

আজ শনিবার ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বি. চৌধুরী বলেন, নাগরিক ঐক্যের গত মিটিং-এ আমি উপস্থিত হতে পারিনি। কারণ আমি অসুস্থ ছিলাম। কিন্তু অনেকে এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।

বিকল্পধারার চেয়ারম্যান আরও বলেন, আমার বয়স হয়েছে। সামনের জন্মদিনেই ৮৮ হবে। এ বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। এটা আমি বাদে অন্যান্যদের জন্যও প্রযোজ্য। কিন্তু আমার অসুস্থতা নিয়ে এত তামাশা কেন? আমার অসুস্থতা নিয়ে তামাশা করবেন না।

ড. কামাল হোসেন সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. মঈন খান নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭