ইনসাইড পলিটিক্স

‘পরিশ্রমী ও ত্যাগীরাই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ার দৌড়ে এগিয়ে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অক্টোবর মাসের মধ্যেই হবে। আর যাদের আগের রাজনৈতিক ইমেজ ভালো, পাশাপাশি পরিশ্রমী ও ত্যাগী, তারা কমিটিতে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এসব তথ্য জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন। বাংলা ইনসাইডারের কাছে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে রেজানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কথা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দিতে তিনি নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই যোগ্য নেতাদের বাছাই প্রক্রিয়া চলছে, এ মাসের শেষের দিকে এ কার্যক্রম শেষ হবে। আগামী মাসেই পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো বলে আশা প্রকাশ করছি।’

পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবে এ প্রশ্নের জবাবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ও বাংলাদেশের অন্যতম প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগ এখন ইতিবাচক ধারার ছাত্র সংগঠন। তারা এ বার্তা সারাদেশে পৌঁছে দিয়েছে। এখানে চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোনো স্থান নেই। যাদের মধ্যে শুধু নেতৃত্বের সব গুণাবলী আছে, তাদের মধ্যে সমন্বয় করেই পূর্ণাঙ্গ কমিটিতে আনা হবে। দেশরত্ন শেখ হাসিনার কাছে ৩২৩ জনের সিভি রয়েছে, এদের মধ্যে সিনিয়ারিটি, যোগ্যতা, মেধা ও শ্রমের সমন্বয় করেই তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে আনা হবে। ইতিবাচক ধারার, যাদের আগের রাজনৈতিক ইমেজ ভালো, পাশাপাশি পরিশ্রমী ও ত্যাগী তারা কমিটিতে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে।’

কত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হবে এ প্রশ্নের জবাবে রেজানুল হক চৌধুরী শোভন বলেন, ‘এ বিয়য়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার জন্য অপেক্ষা করছি আমরা। কমিটি তিনিই দিবেন, কত সদস্য নিয়ে কমিটি হবে এ সিদ্ধান্ত তিনিই নেবেন।’

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ‘গঠনতন্ত্র অনুযায়ীই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হবে। গঠনতন্ত্রের বাইরে আমরা এক চুলও নড়বো না।’

গোলাম রাব্বানী আরও বলেন, ‘যেসব নেতারা নিজেদেরকে যোগ্য মনে করছে, তারা সভাপতি ও আমার কাছে সিভি জমা দিচ্ছে। তাদের যোগ্যতার যাচাই-বাছাই চলছে। সবকিছুর সমন্বয় করেই তাদেরকে নেতৃত্বে আনা হবে।’

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এবারের কেন্দ্রীয় কমিটি গঠনের দায়িত্ব নিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি এ গুরুদায়িত্ব আবার নিবেন বলে আশা প্রকাশ করেছেন ছাত্রলীগ কর্মীরা।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭