ওয়ার্ল্ড ইনসাইড

‘সাদ্দামের মতো ট্রাম্পও পরাজিত হবে’ এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

ইরানের সঙ্গে যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেন যেভাবে হেরেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সেভাবে পরাজিত করা হবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ওয়াশিংটন যতই চাপ দিক না কেন, তেহরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো অবস্থাতেই বাতিল করবে না বলেও জানিয়েছেন তিনি। ইরাকের সঙ্গে ১৯৮০-৮৮ পর্যন্ত চলা যুদ্ধের স্মরণে রাজধানী তেহরান ও বন্দর আব্বাসে নৌবাহিনীর কুচকাওয়াজ ও মহড়ার মধ্যেই গত শনিবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেওয়া ভাষণে রুহানি এসব বলেন।

অন্যান্য খবর

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে চাপে মোদী সরকার

ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান চুক্তিতে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানীর কোম্পানিকে চুক্তির অংশীদার করতে মোদী সরকার বাধ্য করেছিল, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের এমন মন্তব্যে চাপে পড়েছে মোদি সরকার। ওলাদ প্রেসিডেন্ট থাকাকালে ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে গিয়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি ঘোষণা করেন। পরের বছর ওলাদের দিল্লি সফরের সময় চুক্তি চূড়ান্ত হয়।

নানকে ধর্ষণের অভিযোগে বিশপ আটক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার এক রোমান ক্যাথলিক বিশপকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে এক নানকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।  গত সপ্তাহে নিজেই দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ফ্রাঙ্কো। ভ্যাটিকান ওই আবেদন গ্রহণ করার পর শুক্রবার পুলিশ ওই বিশপকে গ্রেপ্তার করে। “তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কোচি পুলিশের মহাপরিদর্শক বিজয় সাখারে।

কলার বক্সে এক কোটি ৭৮ লাখ ডলারের কোকেন

যুক্তরাষ্ট্রের টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসকে(টিডিসিজে) ৪৫ বক্স পাকা কলা দান করা হয়েছিল। এই কলা শেষপর্যন্ত এক কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার মূল্যের কোকেনে পরিণত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সকালে টেক্সাসের ফ্রিপোর্ট শহরের ‘পোর্টস অব আমেরিকা’ বন্দরে কলাগুলো আনতে পৌঁছায় স্কট ইউনিটের দুজন সার্জেন্ট। এসময় অন্য বক্সগুলোর তুলনায় একটি ভিন্ন মনে হয় তাদের। তারা বক্সটি খুলে অনেকগুলো কলার বান্ডিলের নিচে আলাদা ধরনের একটি বান্ডিল পান। এতে সাদা পাউডার জাতীয় কিছু একটা ছিল। তারা দ্রুত বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং নির্দেশনার জন্য অপেক্ষা করতে থাকেন।

ভারত শান্তি আলোচনা বাতিল করায় হতাশ ইমরান

আবারও শান্তি আলোচনা শুরু করার আহ্বানে ভারতের পক্ষ থেকে দেয়া দাম্ভিক ও নেতিবাচক জবাব হতাশাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার তিনি এক টুইটবার্তায় একথা জনান। ইমরান খান বলেন-‘যা হোক, আমি সারাজীবনে বড় পদধারী নিম্ন মানসিকতার অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, যাদের বৃহৎ প্রেক্ষাপট দেখার কোনও দূরদর্শিতা নেই।’

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭