ইনসাইড পলিটিক্স

সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি। গতকাল শনিবার ভারতের বাংলা দৈনিক যুগশঙ্খ বিএনপির একাধিক শীর্ষনেতার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে এসকে সিনহাকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবও দিয়েছে বিএনপি।

যুগশঙ্খের প্রতিবেদন অনুযায়ী, বিএনপির একাধিক নেতা বিচারপতি সিনহাকে অত্যন্ত সৎ ও বিজ্ঞ একজন আইনজ্ঞ বলে মনে করেন। তাঁকে বিচারপতি করলে সমালোচনা থাকবে না এমন বিবেচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এসকে সিনহাকে পূর্ণ মেয়াদের রাষ্ট্রপতি করার পক্ষপাতী দলটি।

সিনহাকে রাষ্ট্রপতি করার পেছনে বিএনপির আরেকটি পরিকল্পনা রয়েছে বলে যুগশঙ্খের প্রতিবেদন থেকে জানা গেছে। এর মাধ্যমে বিএনপি একটি বার্তা দেবে যে তারা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় কাজ করতে বদ্ধপরিকর। এছাড়া সিনহাকে রাষ্ট্রপতি করার মাধ্যমে তারা ভারতবিরোধী নয় বলে দিল্লিকে বার্তা দিতে চায় বিএনপি।

এর আগেও সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন বিএনপি নিজেদের প্রস্তাবিত ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’ এর রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম প্রস্তাবের কথা বলে। বিএনপির একাধিক নেতা তখন সিনহাকে ‘ঐকমত্যের রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করেন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭