ইনসাইড গ্রাউন্ড

রোহিত-ধাওয়ানকে নিয়েই পরিকল্পনা পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

চলতি এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২১৩ রান নিয়ে শীর্ষে আছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শার্মা ১৫৮ রান নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। তাই আজ পাক-ভারত মহারণের আগে এই দুই ভারতীয় ওপেনারকে নিয়েই চিন্তা করছে পাকিস্তান। ধাওয়ান-রোহিতকে প্রথম দশ ওভারেই ফেরাকতে চায় সরফরাজের দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক।

ইমাম বলেন, ‘আফগানদের বিপক্ষে জয়ের পরে আমরা আমাদের মোমেন্টাম খুঁজে পেয়েছি। এখন আমরা ভারতের বিপক্ষে ম্যাচে তাকিয়ে আছি। ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। আমরা তাদের ওপেনারদের উইকেটে থিতু হওয়ার সুযোগ দেই, তাহলে তারা বেশি রান করে ফেলতে পারে। তাই প্রথম দশ ওভারের মধ্যেই আমরা তাদের আউট করতে চাই। তাহলেই আমরা তাদের ব্যাটিং লাইনআপকে আরও চাপে ফেলতে পারব। অবশ্য শুধু ভারতের বিপক্ষে নয়, আমরা অন্য যেকোনো দলের বিপক্ষে ভাল বোলিং করতে চাই, যাতে করে আমরা জয় ছিনিয়ে নিতে পারি।‘

তবে পাক-ভারত লড়াই নিয়ে ম্যাচের আগে কথা কম হয় না। কিন্তু এখান আগের মতো ম্যাচে সি উত্তাপ দেখা যায় না। ভারতীয়দের তুলানায় অনেক পিছিয়েই পড়েছে পাকিস্তান। তাও কথার লড়াই কি থামে? কিছুদিন আগেই পাক পেসার হাসান আলী বলেছিলেন, ভারতের দশটি উইকেটই নিতে চান তিনি। কিন্তু ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হাসান আলীকে খুঁজেই পাওয়া যায়নি।

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭