টেক ইনসাইড

এবার আসছে ফেসবুকের স্মার্ট ডিসপ্লে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

এবার গুগলের পরে ফেসবুকও তাদের স্মার্ট ডিসপ্লে আনতে যাচ্ছে। আনন্দের সংবাদ হলো, ‘পোর্টাল’ নামের স্মার্ট ডিসপ্লেটি আগামী সপ্তাহেই এটি বাজারে আসতে যাচ্ছে। 

এ বছরের মে মাসে অনুষ্ঠিত ফেসবুকের এফ৮ সম্মেলনে এই স্মার্ট ডিভাইসটি উন্মোচনের কথা ছিল। কিন্তু ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য বেহাত হওয়ার কেলেঙ্কারির কারণে সেসময় ডিভাইসটি উন্মোচনের তারিখ পিছিয়ে দেওয়া হয়।

কী থাকছে এই স্মার্ট ডিসপ্লে পোর্টাল-এ

স্মার্ট ডিসপ্লেটিতে থাকছে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম। এই সিস্টেম ব্যবহারকারীকে সহজেই চিনতে পারবে। এতে ভিডিও কলিং ফিচারও রয়েছে। যা ফেসবুক ম্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত থাকবে।

জানা গেছে, দুটি ভিন্ন সাইজে বাজারে আনা হবে ডিভাইসটি। একটির দাম হবে চারশ’ ডলার আরেকটির দাম হবে তিনশ’ ডলার।

ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারির পর ডিভাইসটিতে শেষ মুহূর্তে পরিবর্তন আনে ফেসবুক। এর ফ্রন্ট ক্যামেরায় নতুন করে যুক্ত করা হয় প্রাইভেসি শাটার। ডিভাইসটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছে অ্যালেক্সা, যা ব্যবহারকারীর কমান্ড অনুযায়ী খবর পড়তে পারবে। প্রয়োজন অনুযায়ী ভিডিও ও রেসিপিও দেখাবে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭