ইনসাইড বাংলাদেশ

গণসংহতি আন্দোলনের নিবন্ধন না দেওয়ায় ইসিকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন খারিজ হওয়ায় নির্বাচন কমিশনসহ তিন জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীর পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান।    

৭ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম-সচিবকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। নোটিশে গণসংহতি আন্দোলনের নিবন্ধনের আবেদন খারিজ কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। 

রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন নিবন্ধনের আবেদন করলে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও দুটি প্রবিধান সংযোজন করতে বলা হয়। নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুটি প্রবিধান যোগ করা হলেও সংবিধানসম্মত হয়নি বলে আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭