কালার ইনসাইড

রহস্যের আরও গভীরতা নিয়ে ‘ব্যোমকেশ গোত্র’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সি’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের শুরুটা করেছিলেন গায়ক ও পরিচালক অঞ্জন দত্ত। ব্যোমকেশ সিরিজের ‘কহেন কবি কালিদাস’ গল্প নিয়ে ২০১০ সালে ‘ব্যোমকেশ বক্সি’ শিরোনামে ছবি মুক্তি দেন অঞ্জন দত্ত। এরপর বহু পরিচালকের হাত ঘুরে এ পর্যন্ত ছয়টি ছবি মুক্তি পেয়েছে। এবার রহস্যের আরও গভীরে নিয়ে যেতে মুক্তি পাচ্ছে সিরিজের পরবর্তী ছবি ‘ব্যোমকেশ গোত্র’।

গতকাল ২২ সেপ্টেম্বর ‘ব্যোমকেশ গোত্র’র ট্রেলার প্রকাশিত হয়। ছবিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্রোপাধ্যায়। ট্রেলারে শেষে তাঁকেই বলতে দেখা যায়, ‘আমাকে এবার শুধু সত্যন্বেষী না, সব্যসাচীও বলতে পারেন। দুই হাত সমান দক্ষতায় চলে।’ অর্থাৎ সিরিজের আগের ছবির তুলনায় এবার ব্যোমকেশকে আরও দুর্ধর্ষ ভূমিকায় দেখা যাবে।

‘ব্যোমকেশ গোত্র’র চিত্রনাট্য সাজানো হয়েছে সিরিজের ‘রক্তের দাগ’ গল্প অবলম্বনে। অরিন্দম শীলের পরিচালনায় এই ছবির প্রেক্ষাপট এবার কলকাতা ছাড়িয়ে উত্তর ভারতের মুসৌরির পাহাড় ঘেরা অঞ্চলে। সেখানকার বিভিন্ন ব্রিটিশ স্থাপনায় ছবির দৃশ্য ধারণ করা হয়েছে। প্রেক্ষাপট বদলের সঙ্গে চরিত্রদের পোশাকেরও বদল ঘটেছে। ব্যোমকেশকে ছবিতে বেশিরভাগ সময় ওভারকোট পরা অবস্থায় দেখা যাবে।

বরাবরের মতো ছবিতে ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। তবে ব্যোমকেশের সহকারী অজিতের ভূমিকায় এবার শাশ্বত চট্রোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। প্রথমবারের মতো এই চরিত্রে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জী। তাঁরা ছাড়াও ছবিতে অঞ্জন দত্ত, অর্জুন চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে অভিনয় করতে দেখা যাবে। দুর্গাপূজাকে ঘিরে চলতি বছরের ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলা ইনসাইডার/ এইচপি     

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭