ইনসাইড বাংলাদেশ

পোশাক শ্রমিকদের গাজীপুর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। এরা আগে কারখানার পানি খেয়ে শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন মোড়ে অবস্থান করেন শ্রমিকেরা।  

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, নিট অ্যান্ড নিটেক্স প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় গতকাল রাতে কারখানার পানি খেয়ে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। আজ সকালে ঐ কারখানার প্রধান গেটে শ্রমিকরা এ নিয়ে বিক্ষোভ করে। হঠাৎ কয়েকজন শ্রমিক মারা গেছেন বলে গুজব ছড়ালে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে গিয়ে অবস্থান নেন। এরপর আশেপাশের কারখানা থেকেও শ্রমিকরা এসে যোগদান করেন।

গাজীপুর শিল্প পুলিশ সুপার গোলাম রউফ খান এ বিষয়ে বলেন, ‘গত রাতে কারখানার পানি খেয়ে ৩৮ জন শ্রমিক অসুস্থ হয়ে যায়। পাঁচজনের অবস্থা বেশ গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে কোনো শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেনি।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭