ইনসাইড গ্রাউন্ড

আফগান বধের ‘টোটকা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

টাইগারদের আফগান জুজু যেন কাটছেই না। দলের মধ্যে আফগানদের নিয়ে যেন একটা ভীতি কাজ করে। এ কারণেই যেন মাঠে নামার আগেই মানসিকভাবে হেরে যায় টাইগাররা। আর সেই ভীতিটা আফগানদের বিপক্ষে টি২০ সিরিজে হারের পর থেকে জোঁকের মতো জেকে বসেছে।

তবে ক্রিকেট বিশ্বের অনেক বড় দলই এমন সময় পার করেছে। স্যার রিচার্ড হ্যাডলির নিউজিল্যান্ড সেরা দল হয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই চুপসে যেত। আবার ভারত একটা সময় পাকিস্তানকে সামলে পেলেই একই অবস্থা হতো। তবে ভারত-নিউজিল্যান্ড তাদের সেই ভয় দূর করেছে। তাই আফগানদের ভয়ও দূর করা সম্ভব। কারণ আফগানরা তো আর অ্যালিয়েন নয়। তারাও মানুষ। কিছু বিষয়ে নজর দিলেই আফগানদের সহজেই বধ করতে পারবে টাইগাররা।

আফগান দলে এক-দুইজন নয়, সব মিলে ৬-৭ জন স্পেশালিষ্ট স্পিনার। আর এটাই আফগানদের বড় শক্তি। তারওপর তাদের রশিদ ও মুজিবের মতো দুজন বিশ্বমানের স্পিনার আছে। তবে এদেরকেও খুব সহজেই মোকাবেলা করা যেতে পারে। সাবেক লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারার মতে, ‘মুজিব সাধারণত প্রথম ২০ ওভার এবং শেষ দিকে বোলিং করে। আর রশিদ বেশিরভাগ ক্ষেত্রেই ২৫ ওভারের দিকে বোলিংয়ে আসেন। তারওপর গুলদাব নাইব-নবীদের স্পিন তো আছেই। তাই যদি শুরুর দিকের বোলিং করা বোলারদের চাপে রাখা যায়, তাহলে অধিনায়ক রশিদ ও মুজিবকে শুরুর দিকে ব্যবহার করতে বাধ্য হবে। তখন ইনিংসের শেষের দিকে বা মাঝের দিকে রশিদ বোলিংয়ে নাও আসতে পারেন। আর সেই সুযোগে চাইলেই রানের চাকা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাতে পারবে ব্যাটসম্যানরা।‘

আর আফাগানরা টস জিতে সর্বদাই ব্যাটিং নিয়ে থাকে। কারণ তাদের লক্ষ্যই থাকে উইকেট বুঝে নূন্যতম চ্যালেঞ্জিং স্কোরটা আদায় করা। যা এশিয়া কাপেও দেখা গেছে। তাই শুরু থেকেই আফগান ব্যাটসম্যানদের থিতু হতে দেওয়া যাবে না।

তবে আফগানদের বধ করতে টাইগারদের সবচেয়ে বড় কাজটা করতে হবে, নিজেদের আত্মবিশ্বাসী হতে হওয়া। আমরা আফাগানদের হারাতে পারি। নিজেদের শক্তি-দুর্বলতা বুঝে সেরাটা দিতে হবে টাইগারদের। রশিদ খানকেও ছয় মারা সম্ভব। কিন্তু সেটার জন্য তাঁকে দেখে খেলতে হবে। রশিদের প্রথম পাঁচ ওভারে বড় শট না খেলে এক-দুই রান করে নিয়ে রানের চাকা সচল রাখতে হবে। এভাবে পরিকল্পনা করে না খেলকে আজও হারতে হবে টাইগারদের। আর সেটা হবে ফাইনাল না খেলার যেয়েও লজ্জার ও কষ্টদায়ক।

 

বাংলা ইনসাইডার/ডিআর /জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭