ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

বাংলাদেশ টস জিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

পিচ রিপোর্ট বলছে প্রথমে ব্যাটিং করা দলের জয় সহজ হবে। তবে সেক্ষেত্রে ব্যাটসম্যানদের বেস সতর্কতার সঙ্গে রান তুলতে হবে। বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েস দলে সুযোগ পেয়েছেন। এছাড়া ওয়ানডেতে অভিষেক হচ্ছে আজ নাজমুল হোসেনের।

গ্রুপ পর্বে এই আফগানদের কাছে হেরেই ওয়ানডে র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট হারাতে হয়েছিল টাইগারদের। তবে আজ আফগানদের হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ টাইগারদের সামনে। তবে বাংলাদেশ হারলে ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়ার পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়েও হারাতে হবে মূল্যবান তিন পয়েন্ট।

আজ ৯০ রেটিং পয়েন্ট নিয়ে খেলতে নামবে টাইগাররা। জিতলে ১ পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯১ পয়েন্টে আর হেরে গেলে সেটা গিয়ে নামবে ৮৭ পয়েন্টে। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখার এই ম্যাচে র‍্যাংকিংয়ে পয়েন্ট হারানোর বিষয়টি নিয়েও ভাবতে বাংলাদেশকে।

অন্যদিকে এশিয়া কাপ থেকে সাব্র আগে ছিটকে যাওয়া শ্রীলংকার রেটিং পয়েন্ট বর্তমানে ৭৭। আর দশে থাকা আফগানদের রেটিং পয়েন্ট হচ্ছে ৬৯।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭