ইনসাইড বাংলাদেশ

‘ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের এত ভয় কেন?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের কেন এত ভয়? তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না?’

আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ায় সিম্ফনি মোবাইল ফোন কারখানার কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।  

মোস্তাফা জব্বার এসময় বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক কিংবা নাগরিকদের অধিকার হরণের আইন নয়, ডিজিটাল অপরাধ দমনের জন্য এ আইন, যা সকল নাগরিকের জন্যেই প্রযোজ্য।’    

এর আগে মন্ত্রী সিম্ফনি মোবাইল ফোন কারখানার উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় ডাক টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকসহ সিম্ফনি’ মোবাইল কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭