ইনসাইড গ্রাউন্ড

রোহিত-ধাওয়ানের সেঞ্চুরিতে ভারতের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

দুবাইয়ের মাঠে ২৩৮ রানের লক্ষ্য অনেক সময় বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু ভারতের মতো শক্তিশালী দলের কাছে এমন কঠিন উইকেটের রানও মামুলি হয়ে দাঁড়ায়।
 
ভারতকে প্রথমেই উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শুরুতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠেন এ জুটি। শেষ পর্যন্ত এই জুটি দুরন্ত গতিতে এগিয়ে যান সেঞ্চুরির পথে।
 
৯৫ বলে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান। এতেই জয়ের পথটা অনেকটাই সহজ হয়ে যায় ভারতের জন্য। রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউট হন তিনি। শেষ পর্যন্ত ১১৬ রানে থামেন শিখর। 
 
ধাওয়ানের দেখাদেখি রোহিতও তুলে নেন সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি করেননি শেষ পর্যন্ত থেকে জয় নিয়েই বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। ১১১ রানে অপরাজিত থাকেন রোহিত। 
 
বাংলা ইনসাইডার/এসএকে 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭