ইনসাইড গ্রাউন্ড

ঘরের মাঠে বার্সার হোঁচট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

নিজেদের মাঠে পা ফসকাল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রোববার রাতে জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ভালভার্দের শিষ্যরা। লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তবে মাঝে ছন্দপতনে পাল্টা আক্রমণে দুই গোল হজম করে বসে বার্সা। এর মাঝে লাল কার্ডে পরিণত হয় ১০ জনের দলে। তবে জেরার্দ পিকের গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ভালভার্দের শীর্ষরা।

ম্যাচের ১৯ মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় বার্সা। মিনিট দশেক পর সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জিরোনা। তবে প্রথমার্ধের শেষ মিনিটে স্তুতির গোলে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে আবার গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ৫১ মিনিটে বার্সার বুকে ছুরি চালান প্রথম গোল করা স্তুতি। শেষ মেষ ৬৩তম মিনিটে পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এর আগে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার সঙ্গে ড্রয়ের পর বার্সেলোনার পয়েন্টও সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আলাভেস। চতুর্থ স্থানে থাকা সেল্টা ভিগোর পয়েন্ট ৮। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৮। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭