ইনসাইড গ্রাউন্ড

জয়ের পর দল নিয়ে যা বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

শেষ ওভারে মুস্তাফিজ ম্যাজিকে জয় পায় বাংলাদেশ। অবিশ্বাস্য দারুণ বোলিং করেন শেষ ওভারটা। আফগানদের শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। সেখানে ফিজ মাত্র ৪ রান দিয়ে নাটকীয় ভাবে বাংলাদেশের জয় এনে দেন। মুস্তাফিজের এমন বোলিং অবশ্য এবারই প্রথম নয়। আইপিএলেও শেষ ওভারে নাটকীয় জয় অনেকবারই এনে দিয়েছেন তিনি।

দেশবাসীর সঙ্গে সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও মুস্তাফিজের এমন বোলিংয়ে উচ্চসিত প্রশংসা করলেন। পুরষ্কার বিতরণী মঞ্চে অধিনায়ক বলেন, ‘ম্যাচ শেষে একটা কথাই বলবো, মুস্তাফিজ হচ্ছেন ম্যাজিসিয়ান। এ ধরনের অনেক ম্যাচ আছে যে গুলোর শেষ মুহূর্তে ৮-৯ রান নিয়ে আমরা জিততে পারিনি। কিন্তু আজ আমরাই সেই ৮ রানকে বাঁচিয়ে দিলাম। সে শেষ পর্যন্ত ম্যাচ ছেড়ে দেয়নি।’

মুস্তাফিজের পাশাপাশি সাকিবকেও ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি। তিনি সাকিবকে নিয়ে বলেন, ‘সাকিব শেষ তিনটি বল বেস ভালো করেছে। এরপরই আমরা মুস্তাফিজকে উইকেট নেওয়ার জন্য বোলিংয়ে নিয়ে আসি। আমরা জানতাম ওরা হিট করতে যেয়ে মিস করবে। আমরা মুস্তাফিজকে দিয়ে পুরো ১০ ওভার করাতে চেয়েছিলাম। কিন্তু তার পায়ে খিঁচুনি দেয়া দিয়েছিল। যে কারণে পারিনি। এমনকি ইয়র্কার পর্যন্ত দিতে পারেনি।’

তবে এই জয়ের পিছনে সবচেয়ে অবদান যাদের তাঁদের কথা বলতে একদমই ভুল করেননি মাশরাফি। তাঁদের সম্পর্কে অধিনায়ক বলেন, ‘সবার আগে এই বিজয়ের কৃতিত্ব পাওয়া উচিত ইমরুল ও রিয়াদের। তাঁরা অসাধারণ ব্যাটিং না করলে এই জয় সম্ভব হতো না’।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭