ইনসাইড গ্রাউন্ড

লক্ষ্য ছিল শেষ পর্যন্ত খেলার: রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

৮৭ রানে বাংলাদেশের ৫ উইকেট নেই। এমন বিপর্যয়ে বাংলাদেশের হাল ধরলেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। ধীরে সুস্থে খেলে এই জুটি ব্যাট করে প্রায় ২৫ ওভার। স্কোর বোর্ডে যোগ করেন মূল্যবান ১২৮ রান। যা কিনা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রান।

বাংলাদেশ দলের পরিকল্পনা ছিল উইকেট না হারিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং করে আসা। সেই পরিকল্পনামাফিক রিয়াদ-ইমরুল জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের পথ দেখায়। রিয়াদ আউট হয়ে গেলেও ইমরুল ম্যাচ শেষ করেই ফেরেন।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরষ্কার গ্রহণ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আবহাওয়া প্রচণ্ড গরম ছিল। উইকেটে থাকাকালীন মনে হচ্ছিল কেউ ভেতর থেকে সব পানি শুষে নিচ্ছে। শেষ পর্যন্ত আমরা ভালো করেছি, জয়ের পুরো কৃতিত্ব ফিজের। আমরা জানতাম তাদের অনেক বিগ হিটার আছে এবং স্নায়ু চাপ দারুণভাবে সামাল দিতে পারে। কিন্তু শেষপর্যন্ত আমরাই জয়ীর কাতারে।’

উল্লেখ্য, রিয়াদ ব্যাট হাতে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া পাঁচ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে একটি উইকেটও দখল করেন।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭