টেক ইনসাইড

সিম্ফোনির মোবাইল কারখানা দেখতে যেমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

দেশীয় ব্রান্ড সিম্ফোনি দেশে তাদের হ্যান্ডসেট সংযোজন করতে আর বাজার বৃদ্ধি করতে দেশে কারখানা স্থাপন করেছে। গতকাল রোববার  সাভারের আশুলিয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সিম্ফোনির নিজস্ব কারখানার উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিটিআরসি, এডিসন গ্রুপের কর্মকর্তারা।

জমকালো এবং উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে তৈরি কারখানাটি আসলেই চোখে পড়ার মতো। কারখানাটি ঘুরে দেখলে বিদেশী কোনো কারখানার সঙ্গে এর তেমন পার্থক্যও চোখে পড়ে না। আসলে কেমন দেখতে সেই কারখানা, কয়টি ছবি দেখলেই তা পরিস্কার হয়ে যাবে।

এখানে রয়েছে মান নিয়ন্ত্রণের কিছু কিছু যন্ত্রাংশ।

কারখানাটিতে নারী-পুরুষের ক্ষমতায়ন নিশ্চিত করতে সমান সুযোগ তৈরি করতে চায় সিম্ফোনি।

এই কারখানায় দেশি-বিদেশি অনেক কর্মীরাই কাজ করছেন। এবং শুরুতেই তারা উৎপাদনে বেশ ব্যস্ত সময় পার করছে। সবচেয়ে আশার কথা হলো, উৎপাদনের পরে স্মার্টফোনগুলো আবার পরীক্ষা করেও দেখাও হয়।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭