কালার ইনসাইড

মামা আমির খানকে নির্দেশনা দিতে চান না ইমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

ঠিকমত বুঝতে শেখার আগেই মামা আমির খানের সঙ্গে অভিনয় করেছেন ইমরান খান। সেটাও প্রায় তিরিশ বছর আগে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিতে। এরপর এই মামার হাত ধরেই ‘জানে তু ইয়ে... জানে’ ছবিতে তাঁর নায়ক রুপে অভিষেক হয়। কিছুদিন আগে দেন ছবি পরিচালনার ঘোষণা। ইতিমধ্যে ‘মিশন মার্স’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনাও করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার নাকি তিনি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনা করতে যাচ্ছেন। কিন্তু পুরদস্তুর পরিচালনায় নামলেও মামা আমির খানকে কখনোই ক্যামেরার পেছন থেকে নির্দেশনা দিতে চান না এই অভিনেতা।

সম্প্রতি ছবি পরিচালনার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানে তাঁকে মামা আমির খানকে নির্দেশনার বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি না বলে দেন। মামাকে ক্যামেরার পেছন থেকে দেখতে না চাওয়ার কারণ হিসেবে ইমরান জানান, ‘একজন উঁচু মানের অভিনেতা আমার মতো একজন আনকোরা পরিচালকের নির্দেশনায় কাজ করুক সেটা চাই না। যেমন ধরুন আমি অমিতাভ বচ্চনকে নিয়ে একটি ছবি বানাচ্ছি। আমার ক্যামেরার সামনে অমিতাভ বচ্চন। আমি তাঁকে কি বলব? ক্যামেরার সামনে কি আমি তাঁকে বলতে পারি তাঁর শটে আমি সন্তুষ্ট না, আরও একবার শট দিতে হবে?’

এদিকে ক্যমেরার পেছনে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় বলে মনে করেন ইমরান। পরিচালনায় নেমে অভিনয় থেকে একেবারে হারিয়ে যাওয়ার ইচ্ছা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘কিছুদিনের জন্য চোখের আড়াল হলে ইন্ডাস্ট্রিতে অনেকে ভাবেন লোকটি হয়তো হারিয়ে গেছে। মানুষের এমন অযাচিত ভাবনায় আমি মোটেও চিন্তিত নই।’


সূত্রঃ ডেকান ক্রনিকেল 

বাংলা ইনসাইডার/ এইচপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭