কালার ইনসাইড

শহীদের বিদ্যুৎ বিল সমস্যা, অন্যদের কি অবস্থা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

বলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে শহীদ কাপুরের ছবি ‘বাত্তি গুল মিটার চালু’। ভারতের বিদ্যুৎ সমস্যা নিয়ে নির্মিত এই ছবিতে শহীদকে বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে লড়তে দেখা যায়। কারণ যথেষ্ট লোডশেডিং থাকা সত্ত্বেও মাস শেষে ৫৪ লাখ রুপি বিদ্যুৎ বিল দেখে ভিমড়ি খেয়ে যান শহীদ এবং তাঁর দুই বন্ধু। ছবিতে বিলের অঙ্ক দেখে অবাক হয়েছেন, বাস্তবেও কি নিজের বাড়ির বিদ্যুৎ বিল দিতে গিয়ে অবাক হয়েছেন শহীদ? জানা যায়, এ পর্যন্ত সর্বোচ্চ ২ লাখ রুপি বিদ্যুৎ বিল দিয়েছেন এই অভিনেতা। কিন্তু বলিউডের অন্যান্য তারকাদের বিদ্যুৎ বিলের কি অবস্থা? সেই তথ্যও উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। বাস্তবে কয়েকজন বলিউড তারকার বিদ্যুৎ বিল ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির বিদ্যুৎ বিলের মতোই চমক জাগানিয়া।

অমিতাভ বচ্চন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি মুম্বাইয়ের জহু এলাকায়। ‘জলসা’ নামের ওই বাড়ির মুল্য প্রায় ১১২ কোটি রুপি। এমন বিলাসবহুল বাড়ির বিদ্যুৎ বিলও লাগামহীন। অমিতাভের মাসপ্রতি বিদ্যুৎ বিল নাকি ২০ লাখের মধ্যে ঘোরাফেরা করে।

দীপিকা পাড়ুকোন

অ্যাপার্টম্যান্ট কেনার প্রতি ঝোঁক রয়েছে দীপিকার। বিদেশেও নাকি তাঁর একাধিক ফ্ল্যাট রয়েছে। মুম্বাইয়ের প্রভাদেবি এলাকায় তাঁর ৫০ কোটি রুপি অ্যাপার্টম্যান্টের বিদ্যুৎ বিল নাকি ৭ থেকে ৮ লাখ রুপির মধ্যে।

শাহরুখ খান

বলিউড বাদশার বাড়ি ‘মান্নাত’ নিয়ে আলোচনা কম হয়নি। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ওই বাড়ি বলিউড তারকাদের বাড়ির মধ্যে অন্যতম সেরা। প্রায় ২০০ কোটি রুপি মুল্যের ওই বাড়ির বিদ্যুৎ বিল নাকি ৪০ লাখ রুপিরও বেশি আসে।

সালমান খান

বহুদিন ধরেই মুম্বাইয়ের জহু এলাকায় অবস্থিত ‘গ্যালাক্সি’ অ্যাপার্টম্যান্টে থাকেন সালমান। একান্নবর্তী পরিবারের কারনে তাঁদের সদস্যসংখ্যাও বেশি। বাড়ির বিদ্যুৎ বিল মাসপ্রতি ২০ লাখেরও বেশি গুনতে হয় ভাইজানকে।

সাইফ আলী খান

নবাব বলে কথা। থাকেন ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত পতৌদি প্রাসাদে। মা শর্মিলা ঠাকুর, স্ত্রী কারিনা কাপুর ও পুত্র তৈমুরকে নিয়ে গড়া সাইফের ছোট পরিবার হলেও প্রাসাদের বিদ্যুৎ বিল প্রায় ৩০ লাখ রুপি।

আমির খান

অভিনয়ের মতো জীবনের প্রতিটি ক্ষেত্রেই নাকি হিসেব করে চলেন আমির খান। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত আমিরের বাড়ির বিদ্যুৎ বিলও নাকি ৮ থেকে ১০ লাখ রুপির মধ্যে ঘোরাফেরা করে।


সূত্রঃ মিড ডে  

বাংলা ইনসাইডার/ এইচপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭