ইনসাইড বাংলাদেশ

বিকল্পধারার মহাসচিব মান্নানকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৭ সেপ্টেম্বর তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, মেজর (অব.) এমএ মান্নান কর্তৃক বিভিন্ন লোনকেস এর মাধ্যমে ঋণ নিয়ে ঋণের আড়ালে বিআইএফসি থেকে ৫১৮ কোটি টাকা উত্তোলন এবং সেই অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গত ২০১৬ সাল থেকে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

মেজর (অব.) আবদুল মান্নান একাধারে বাংলালায়ন ওয়াইম্যাক্স ও সানম্যান গ্রুপের চেয়ারম্যান। সানম্যান গ্রুপের মালিকানায় ৪৮টি গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা রয়েছে। এছাড়া ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেডের পরিচালক পদেও রয়েছেন মান্নান। এর বাইরে তাঁর পানীয়, এয়ারলাইন্স ও ওষুধের ব্যবসা রয়েছে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭