ওয়ার্ল্ড ইনসাইড

রাফাল চুক্তি বিজেপির ‘বেফোর্স`?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2018


Thumbnail

তিন দশক আগের কথা। ভারতীয় সেনাবাহিনীর জন্য সুইডেনের বেফোর্স কামান কেনাকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ। সেই কেলেঙ্কারি পর কংগ্রেস আর কখনো একার সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারেনি।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জন্য ফ্রান্সে নির্মিত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে গিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। আর একে কেন্দ্র করেই উত্তাল ভারতের রাজনীতি। আর একে কংগ্রেসের বেফোর্স কেলেঙ্কারির সঙ্গেও তুলনা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। এটাই কি ক্ষমতাসীন বিজেপির মোদি সরকারের জন্য বেফোর্স? 

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, সরকারি প্রতিরক্ষা সংস্থাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিতে অংশীদার করেছেন শিল্পপতি অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ডিফেন্সকে। সম্প্রতি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদেরও একই দাবি নিয়ে ভারতে তোলপাড় শুরু হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান বিরোধীরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি বলছে, বিরোধীরা ঠিকমতো লেগে থাকতে পারলে প্রায় ৬০ হাজার কোটি রুপির রাফাল চুক্তি বিজেপির জন্য বেফোর্স কেলেঙ্কারির মতোই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এই কেলেঙ্কারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সততার ভাবমূর্তি চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে।

কংগ্রেসের সিনিয়র নেতা আনন্দ শর্মা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের দলের আক্রমণের তীর খোদ প্রধানমন্ত্রীর দিকে। কারণ তিনি এই বিরাট অঙ্কের প্রতিরক্ষা চুক্তির জন্য অনিল আম্বানির যে সংস্থাকে বেছে নিয়েছেন তাদের এরোস্পেস প্রযুক্তিতে বা যুদ্ধবিমান বানানোর কোনো অভিজ্ঞতাই নেই।’

শর্মার দাবি, ‘এর মাধ্যমে মোদি নিজের শপথ ভঙ্গ করেছেন, গোপনীয়তা লঙ্ঘন করেছেন - কারণ একমাত্র তাঁরই ক্ষমতা ছিল ফ্রান্সে গিয়ে সরকারি সংস্থা হ্যালকে চুক্তি থেকে বের করে দিয়ে রিলায়েন্সকে ঢুকিয়ে দেওয়ার, আর অনিল আম্বানিকে তিনি সেই প্রতিশ্রুতিই দিয়েছিলেন।’

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য দাবি করেছেন, ‘ফরাসি সংস্থা ডাসঁ এভিয়েশনের কাছে হ্যালের প্রস্তাব যাতে যথেষ্ট আকর্ষণীয় হয়, সেই দায়িত্ব ছিল পূর্বের ইউপিএ সরকারের।’ তার মতে, ‘কেন হ্যাল চুক্তি থেকে বাদ পড়ল, সেই প্রশ্ন করা উচিত কংগ্রেসকেই - বিজেপিকে নয়!’

রাজনৈতিক বিশ্লেষক সোমা চৌধুরী বিবিসিকে বলেন, ‘ভিপি সিং-রাম জেঠমালানিরা মিলে যেভাবে বেফোর্স নিয়ে ঝড় তুলেছিলেন, বিরোধীরা সে ধরনের রাজনৈতিক শক্তি দেখাতে পারলে রাফালও কিন্তু বিজেপির বেফোর্স হয়ে উঠতে পারে।’ তাঁর মতে, এত বড় প্রতিরক্ষা চুক্তিতে অংশীদার কে হবে সেটা বেছে নেওয়ার কোনো এখতিয়ার তাদের ছিল না - সরকারের এই বক্তব্য খুব ফাঁপা শোনাচ্ছে।’

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭