ইনসাইড বাংলাদেশ

শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের রায় শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2018


Thumbnail

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলার রায় আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন জানা যাবে সালাহ উদ্দিনের ভাগ্যে কী ঘটছে।   

গত ১৩ আগস্ট শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালতে এ মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষামান রেখেছিল আদালত। রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।  

শিলং নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় বিগত তিন বছর ধরে এই মামলার কার্যক্রম চলে। অভিযোগ প্রমাণ হলে এ আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান আছে।  

উল্লেখ্য, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ ২০১৫ সালের মার্চ মাসে ঢাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর ২০১৫ সালের ১১ মে ভারতের শিলংয়ে তাঁর খোঁজ পাওয়া যায়।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭