টেক ইনসাইড

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৯ বাজারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2018


Thumbnail

অবশেষে প্রি-অর্ডারের সময় সীমা পার হওয়ার পর বাজারে চলে এসেছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ৯। ফোনটি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ১২ মাসের ইএমআই বা কিস্তিতে টাকা পরিশোধের সুবিধা পাওয়া যাবে। কিস্তি সুবিধায় নোট ৯ কেনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রিটেইল আউটলেট থেকে বিনামূল্যে স্যামসাংয়ের অরিজিনাল কভারও মিলবে।

নোট ৯ কেনার সময় ‘নেভার মাইন্ড’ অফারের আওতায় বাড়তি এক হাজার টাকা পরিশোধ করে ক্রেতারা স্ত্রিন রিপ্লেসমেন্ট অফার গ্রহণ করতে পারবেন। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্যালাক্সি নোট ৯ কেনার সুবিধাও দিচ্ছে স্যামসাং। বিক্রয় পরবর্তী সেবার অংশ হিসেবে ফ্রি পিক অ্যান্ড ড্রপের অফারও দিচ্ছে তারা।

এছাড়া অনলাইনে নোট ৯ কেনা যাবে পিকাবু ডটকম থেকে। সাইটটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ৫ হাজার টাকা ডিসকাউন্টও মিলছে।

আর জিপি সিম ব্যবহারকারীদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। এই ফোনের মাধ্যমে ৭ দিন মেয়াদী ৯ জিবি ইন্টারনেট অফার পাওয়া যাবে। জিপি শপ কিংবা গ্রামীণফোন সেন্টার থেকে বাড়তি মাত্র ৯৯ টাকায় ৭ দিন মেয়াদী ৪ জিবি ইন্টারনেট বান্ডেল অফারসহ গ্যালাক্সি নোট ৯ কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। পরবর্তী তিন মাস পর্যন্ত সর্বোচ্চ ৬ বার এ বান্ডেল অফার কেনা যাবে। এর বাইরে রবি গ্রাহকরা নোট ৯ কিনলেই পাবেন ৩০ দিন মেয়াদী ৪ জিবি ইন্টারনেট।

গ্যালাক্সি নোট ৯ এর দাম ধরা হয়েছে ৯৪ হাজার ৯০০ টাকা। এর রংও বেশ নজরকাড়া। মিড নাইট ব্ল্যাক, ওশান ব্লু ও মেটালিক কপার রঙে এটি বাজারে পাওয়া যাচ্ছে।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭