ইনসাইড বাংলাদেশ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2018


Thumbnail

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মেডিকেল চেকআপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি- ৮৪ বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, শ্রম ও জনশক্তি বিভাগের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ নেতারা হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। 

পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) খালেদ আখতার এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭