ইনসাইড বাংলাদেশ

ট্রাম্পের অভ্যর্থনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2018


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই অভ্যর্থনায় অংশগ্রহণ করেন জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতৃবৃন্দ।

বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এই অভ্যর্থনার আয়োজন করেছেন।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। 

উক্ত বৈঠকে জেরেমি হান্ট বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাজ্য। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরাও চাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ করবে।  


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭