ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের পাশে সৌরভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2018


Thumbnail

এশিয়া কাপে দুটি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই বাজে। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এই পরাজয় দুটিকে খুব বড় করে দেখতে চান না। তাঁর ধারণা, বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়াবে। গতকাল পুনের একটি বিশ্ববিদ্যালয়ে জের প্রকাশিত বই ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’-এর প্রচার উপলক্ষে আয়োজিত এক প্যানেল আলোচনায় এ কথা বলেন সৌরভ।

সৌরভ বলেন, ‘আমার কাছে বিষয়টি খুবই সাময়িক। একটা খারাপ সময় এসেছে। শিগগিরই তারা(বাংলাদেশ) ভালো খেলবে। নিজেদের ফিরে পাবে। দল হিসেবে তারা তো খারাপ নয়।’

ক্রিকেটে অধিনায়ক ও কোচের ভূমিকা নিয়েও কথা বলেন সৌরভ। তাঁর মতে, ‘ফুটবল আর ক্রিকেটে কোচের ভূমিকা ভিন্ন। ফুটবলের সঙ্গে ক্রিকেটকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। ক্রিকেটে কোচের ভূমিকা অন্য রকম। এখানে তাঁকে পেছন থেকে খেলোয়াড় ব্যবস্থাপনার দায়িত্বটা নিতে হবে। ক্রিকেটে অধিনায়কের ভূমিকাই মুখ্য।’

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭