ওয়ার্ল্ড ইনসাইড

নজর সবার ইরানে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কিছু আগেই নতুন করে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। চলতি বছরের মে তে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর নিষেধাজ্ঞা পুনর্বহাল বহালের পাশাপাশি যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দেয়। এ সময় ইরানের পক্ষ থেকে মার্কিনীদের প্রতি বক্তব্যও ছিল আক্রমণাত্মক। সম্প্রতি এমন উত্তেজনার মুহূর্তে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার হওয়া জাতিসংঘের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরছেন। আর যুক্তরাষ্ট্র বাদে ইরান চুক্তির অন্য পক্ষগুলো চুক্তি টিকিয়ে রাখতে চায়। তাই প্রথম দিনের অধিবেশনে বিশ্ববাসীর নজর স্বভাবতই থাকছে ইরানের ওপর।

সবাইকে হতাশ করে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে চলতি বছরের শুরুতেই বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। অথচ কয়েক বছরের প্রচেষ্টায় করা ওই চুক্তির মাধ্যমেই ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র বাদে চুক্তির অন্য পক্ষগুলো হচ্ছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া। এরা সবাই যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সত্ত্বেও চুক্তি ভাঙেনি এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এবার জাতিসংঘে ইরানের দেওয়া ভাষ্য ও ট্রাম্প প্রশাসনের বক্তব্যের ওপর নির্ভর করছে ইরান পরমাণু চুক্তির পরবর্তী অবস্থা।


বাংলা ইনসাইডার/জেডএ 
 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭