ইনসাইড পলিটিক্স

জামাত ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা চান বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় গতকাল মঙ্গলবার রাতে তথাকথিত নৈশভোজের আড়ালে বিএনপি ও যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে মধ্যস্থতা বৈঠক করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। এই বৈঠকে বার্নিকাট ছাড়াও উপস্থিত ছিল মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক সহকারি এবং আরও কয়েকটি ইউরোপিয়ান দেশের রাষ্ট্রদূত। এছাড়া বৈঠকে বিএনপি ও যুক্তফ্রন্টের পক্ষ থেকে মঈন খান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুক্তফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, ড. জাফরুল্লাহ, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৈঠকটি মূলত ২৯ তারিখে বিএনপির আসন্ন জনসভা ও ঐক্য প্রক্রিয়ায় বিএনপির যুক্ত হওয়ার চূড়ান্তকরণ বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়।

গত রাতের বৈঠকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে জামাত ত্যাগের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। একই সাথে ২০ দলের মধ্যে যে দলগুলো সাম্প্রদায়িক, ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত, তাদের পরিত্যাগ করার জন্যও বিএনপিকে পরামর্শ দেন মার্কিন রাষ্ট্রদূত।  মূলত এই বিষয়ে কথা বলতেই গতকালের বৈঠকটি ডাকা হয়েছিল। জামাতসহ ধর্মভিত্তিক দলগুলো পরিত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যাপারে তারা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবে। কিন্তু মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, বিএনপির ২৯ তারিখের জনসভায় যদি তারা জামাত ও অন্যান্য ধর্মভিত্তিক উগ্রপন্থী দলগুলো পরিত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিতে পারে তাহলে এই ঐক্য প্রক্রিয়া বিঘ্নিত হবে এবং বিএনপির ঐক্য প্রক্রিয়ার অংশগ্রহণ বিষয়ে মার্কিন পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করা হবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র বি. চৌধুরীর যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়েই এগোবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭