ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে ক্র্যাশ ল্যান্ডিং করল ইউএস বাংলার বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর- বিএস ১৪৩ এর বিমানটির সামনের নোজ হুইল কাজ করছিল না। তাই বিমানটির ক্র্যাশ ল্যান্ডিং হয়।

দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৪ জন যাত্রী ও সাত ক্রু নিরাপদে রয়েছে। আপাতত বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে। বিকেল চারটা নাগাদ বিমান চলাচল স্বাভাবিক হতে পারে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭