ওয়ার্ল্ড ইনসাইড

এবার ইরানকে সতর্ক করল বোল্টন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

ট্রাম্পের পর এবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টন ইরানকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হলে ইরানকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, ইরানের শাসক রুহানির বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছেন বোল্টন। গত মঙ্গলবার নিউইয়র্কে ইরানের বিরুদ্ধে তিনি এ কথা বলেন। খবর বিবিসি’র

জাতিসংঘের সাবেক মার্কিন দূত জন বোল্টন বলেন, যুক্তরাষ্ট্রের কোন নাগরিক বা তাঁর মিত্রদের কোনো ক্ষতি হলে এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা আনার অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের ধারাবাহিকতায় সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার জন্যও তেহরানকে দায়ী করেছেন তিনি। বোল্টন দাবি করেন, সিরিয়া ও লেবাননে হামলার পাশাপাশি সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত করার মূল দায় ইরানের।

ইরানকে হুঁশিয়ারি দিয়ে বোল্টন বলেন, ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে এবং ওয়াশিংটন তেহরানের ওপর সর্বোচ্চ মাত্রায় চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন না বলে জানান ট্রাম্প।

ইরানের সাথে পরমাণু চুক্তির অবসান ঘটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। জনাব ট্রাম্প মনে করেন, নবায়িত অর্থনৈতিক চাপ ইরানকে নতুন চুক্তিতে সম্মত হতে বাধ্য করবে। এতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭