কালার ইনসাইড

আদালতে শাকিব- বুবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

খুনের দায়ে অভিযুক্ত শাকিব খানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেখানে শাকিবের বিরুদ্ধে মামলার বিচার চলছিল। আর সেই আদালতেই হাজির ছিলেন বুবলীও। শাকিব একটি নয় দু দুটি খুনের আসামী। আদালতে বিচারকের সামনে আইনজীবী জেরা করে যাচ্ছেন শাকিবকে। এমনই ঘটনা ঘটছে এফডিসিতে। মঙ্গলবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে চলছে এমন দৃশ্যের শুটিং।

শাকিব- বুবলী জুটির নতুন ছবি `কালপ্রিট`র শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন। ছবিটি শুরুতে নাম ছিল `একটা প্রেম দরকার  মাননীয় সরকার`। নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে `কালপ্রিট`।

শাকিব খানের কাঠগড়ায় দাঁড়ানের সূত্র ধরে পরিচালক শাহিন সুমনের কাছে ছবিটি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,`শাকিব খানকে খুনের আসামী করা হয়েছে। দুটি খুনের অভিযোগে তিনি আদালতে এসেছেন। ছবিটি গল্প নিয়ে এর বেশি আর বলতে চাইনা। বাকীটা হলে গিয়েই দেখতে পাবেন দর্শক।`

ছবিটির নাম পাল্টানো হলো কেন? প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, `আগে ছিল একটা প্রেম দরকার মাননীয় সরকার। গল্পের প্রয়োজনে ছবির নামটি বদলাতে হয়েছে।`

পরিচালক বললেন,‘এফডিসিতে টানা ৩ দিন শুটিং চলবে। আদালতের সিক্যুয়েন্স শেষ হলে এরপর কিছু ফাইটের দৃশ্য আছে। শাকিব-বুবলী দুজনেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিতে দর্শক ভালো একটি গল্প পাবেন। নির্মাণের ক্ষেত্রেও বৈচিত্র্য রাখার চেষ্টা থাকবে আমাদের।’

ছবিটিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী ছাড়াও রয়েছে আরও একজন নতুন নায়িকা। তিনি মৃদুলা। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে মৃদুলার।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭