ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। সুপার ফোরে টানা দুই ম্যাচ জিতে যাওয়ায় সবার আগে ফাইনালে নাম লেখায় ভারত। অন্যদিকে, বাংলাদেশ-পাকিস্তান দুই দলই ২ ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে। তাই আজকের ম্যাচটি ‘অলিখিত সেমিফাইনাল’ এ পরিণত হয়েছে।

এদিকে, আজকের ম্যাচে খেলছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। হাতের ব্যথা বেড়ে যাওয়াতে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।  

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালকে সামনে রেখে আলোচনায় এসেছে বাংলাদেশ দলের বোলিং। যে ডিপার্টমেন্টে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। পুরো এশিয়া কাপেই বেশ বিবর্ণ পাকিস্তানের বোলিং লাইনআপ। পাকিস্তানের বোলাররা যেখানে গত ৪ ম্যাচে শিকার করেছে ১৬ উইকেট, সেখানে বাংলাদেশ বোলারদের শিকার সংখ্যা ২৫টি।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭