ইনসাইড গ্রাউন্ড

ইনিংস মেরামত করছেন মুশফিক-মিথুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

দ্রুত তিন উইকেট হারানো বাংলাদেশের ইনিংস মেরামতের কাজে লেগে পড়েন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। মুশফিক ২৫ রানে ও মিথুন ১১ রানে অপরাজিত রয়েছেন।   

এদিকে, ওপেনিং জুটিতে আজ নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পান সৌম্য সরকার। সৌম্য সুযোগ পেলেও আজকের ম্যাচেও ব্যর্থ হন সৌম্য। অপ্রয়োজনীয় এক শট খেলতে যেয়ে ক্যাচ আউট হন তিনি। সৌম্য ৫ বল খেলে একটি রানও সংগ্রহ করতে পারেননি।

সৌম্য আউট হলে ক্রিজে নামেন মমিনুল হক। কিন্তু ব্যক্তিগত ৫ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরত যান টেস্ট স্পেশালিষ্ট তকমা পাওয়া মমিনুল। ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 

দুই ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে। সেই চাপকে পুঁজি করে পাকিস্তান লিটনকেও তুলে নেয়। এশিয়া কাপের অন্য ম্যাচগুলোর মতোই ব্যর্থ হন লিটন দাস। ১৬ বলে ৬ রান করে জুনায়েদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান।

 

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৪ ওভারে  ৫০/

 

বাংলা ইনসাইডার/এসএকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭