ইনসাইড গ্রাউন্ড

সৌম্য-লিটনরা দায়িত্ব নিতে শিখবে কবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2018


Thumbnail

পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে এই সময়ে হারিয়েছে তারা। প্রথম তিন ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। এসময় বাংলাদেশ সৌম্য, লিটন ও মমিনুলের উইকেট হারায়।

তামিম-সাকিবের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েও আবার নিজেদের প্রমাণে ব্যর্থ টাইগার তরুণ তুর্কীরা। তরুণরা দলের বোঝা কমায়। কিন্তু বাংলাদেশ দলে যেন তার উল্টো চিত্র। তরুণরাই যেন দলের বোঝা। আজ মমিনুল না হয় ভালো বলে আউট হয়েছে। শাহনি আফ্রিদিকে ফ্লিক করে দারুণ এক বাউন্ডারি হাঁকানোর পরই বোল্ড হয়ে ফিরে যান মুমিনুল। অফ স্টাম্পের বাইরে পরে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি তিনি। বল প্যাডে লেগে এলোমেলো করে দেয় স্টাম্প।

কিন্তু সৌম্য-লিটনের আউট দুটি আজও দৃষ্টিকটু লেগেছে। জুনায়েদের অফ স্টাম্পে পড়ে সোজা আসা বল ব্যাটে খেলতে পারেননি লিটন। ব্যাটের কানা ফাঁকি দিয়ে অফ স্টাম্প উড়িয়ে দেয় বল। আর সৌম্য জুনায়েদের শর্ট বল পুল করে উড়ানোর চেষ্টায় ফিরে গেছেন স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে। যেন উইকেটটি উপহার দিয়ে এসেছেন দুজন।  তাই আবারও পুরানো প্রশ্ন নতুন করে উঠেছে- তরুণরা দায়িত্ব নিতে শিখবে কবে?

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭