ইনসাইড আর্টিকেল

কান্নার শব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2017


Thumbnail

কান্নার শব্দ
মা ঘরে ঢুকে দেখেন, ছেলে পায়ে ব্যান্ডেজ করছে।
মা : কী হয়েছে!
ছেলে : ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছি।
মা : কই আমি তো তোমার কান্নার শব্দ শুনতে পেলাম না।
ছেলে : আমি তো ভেবেছি তুমি ঘরে নেই।

উল্টো টানছে
জামাল সাহেব দেখলেন, একটা বাচ্চা ছেলে একটা বিড়ালের লেজ ধরে টানছে। জামাল সাহেব ধমকে উঠলেন, ‘এই! বিড়ালটার লেজ ধরে টানছ কেন? ছেড়ে দাও!’
ছেলেটা বলল, ‘আমি তো টানছি না! কেবল ধরে রেখেছি। উল্টো ওই আমাকে টানছে!’

ঘোড়াটা কোথায়
মকবুল সাহেবের দুই যমজ ছেলে। একজন ভীষণ নিরাশাবাদী, অন্যজন খুবই আশাবাদী। দুই ছেলের জন্মদিনে মকবুল শাহেব তাদের জন্য উপহার কিনলেন। নিরাশাবাদী ছেলেটার জন্য অনেক খেলনা, আর আশাবাদী ছেলেটার জন্য একটা দড়ি। 
কিছুক্ষণ পর নিরাশাবাদী ছেলের ঘরে গিয়ে দেখলেন, ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বললেন, ‘কি রে, কাঁদছিস কেন?’
ছেলেটি বলল, ‘এত খেলনা দেখে আমার বন্ধুরা হিংসায় জ্বলে যাবে। কদিন পর পর ব্যাটারি কিনতে হবে। তারও কদিন পর তো ভেঙেই যাবে। এখন এত খেলনা দিয়ে আমি কী করি?!’
এবার গেলেন আশাবাদী ছেলের ঘরে। ঘরে ঢুকতেই ছেলেটা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, ‘ধন্যবাদ বাবা! ঘোড়াটা কোথায় রেখেছ?!’

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭