ইনসাইড বাংলাদেশ

ভারতে বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায় পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/09/2018


Thumbnail

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলায় শিলংয়ের আদালতে রায়ের দিন পিছিয়ে ১৫ নভেম্বর ধার্য করা হয়েছে।

আজ শুক্রবার শিলংয়ের বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালত এই মামলার রায়ের পরবর্তী দিন ধার্য করেছেন। আজ এই মামলায় রায় ঘোষণার কথা ছিল।

শিলং নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় বিগত তিন বছর ধরে এই মামলার কার্যক্রম চলে। অভিযোগ প্রমাণ হলে এ আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান আছে। 

উল্লেখ্য, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ ২০১৫ সালের মার্চ মাসে ঢাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর ২০১৫ সালের ১১ মে ভারতের শিলংয়ে তাঁর খোঁজ পাওয়া যায়।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭