ইনসাইড বাংলাদেশ

যে ২২ শর্তে জনসভার অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2018


Thumbnail

আগামীকাল ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ শর্ত পালন সাপেক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই শর্ত ও অনুমতি অনুমতি দেওয়া হয়।

ডিএমপির দেওয়া শর্তগুলো হচ্ছে:

১. এই অনুমতিপত্র (ডিএমপির অনুমতি) স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

২. সমাবেশে আইনশৃঙ্খলা, রাষ্ট্র ও জননিরাপত্তা পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

৩. উসকানিমূলক কোনো বক্তব্য এবং প্রচারপত্র বিলি করা যাবে না।  

৪. ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো ব্যাঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান করা যাবে না।  

৫. সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

৬. নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইডি কার্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ করতে হবে।

৭. স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৮. নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন করতে হবে।  

৯. নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে আসা প্রতিটি যানবাহন তল্লাশি করতে হবে।

১০. নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।

১১. অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

১২. অনুমোদিত স্থানের বাইরে সড়ক ও ফুটপাতে প্রজেকশন ব্যবহার করা যাবে না।  

১৩. অনুমোদিত স্থানের বাইরে জমায়েত করা যাবে না।

১৪. সড়কে ও ফুটপাতে সমবেত হওয়া যাবে না।

১৫. আজান, নামাজ এবং ধর্মীয় সংবেদনশীল সময় মাইক চালু রাখা যাবে না।

১৬. জনসভার মঞ্চ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।  

১৭. জনসভার ২ ঘণ্টা আগে মানুষ জনসভাস্থলে আসতে পারবে।

১৮. বিকেল ৫টার মধ্যে জনসভা শেষ করতে হবে।   

১৯. মিছিলসহকারে জনসভায় আসা যাবে না।

১০. ব্যানার-ফেস্টুনের আড়ালে কোনো ধরনের লাঠি, সোটা, রড আনা যাবে না।  

২১. শর্ত না মানলে তাৎক্ষণিকভাবে অনুমতি বাতিল বলে গণ্য হবে।

২২. জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ এ অনুমতি বাতিল করতে পারবে।   

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জনসভার তারিখ পরিবর্তন করে বিএনপি। ২৯ সেপ্টেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশ করার কথা থাকলেও আগামী ৩০ সেপ্টেম্বর সমাবেশ করতে চেয়ে লিখিত আবেদন করা হয় দলটির পক্ষ থেকে। এ প্রেক্ষিতে ডিএমপির পক্ষ থেকে ২২ শর্তে জনসভার অনুমতি দেওয়া হয়।  


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭