ইনসাইড বাংলাদেশ

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2018


Thumbnail

সপ্তাহের ব্যবধানেই দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৩ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৭ টাকা থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ১৫-১৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৪০-৫০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। গত ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ৬ কার্যদিবসে ৩১৯টি ট্রাকে ৬৩৮৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। মূলত এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে পণ্যটির দাম কমতির দিকে রয়েছে বলে জানান হিলির আমদানিকারক ও ব্যবসায়ীরা।

বাংলাহিলি বাজারে পাইকারিতে পেঁয়াজের দাম কমার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারে ভারত থেকে আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২-১৮ টাকায়। গত সপ্তাহে এ পেঁয়াজ এক কেজিতে ৫-৬ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল। খুচরা বাজারে দেশি জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম কমার ব্যাপারে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন জানিয়েছেন, গত কোরবানি ঈদের আগে থেকেই চাহিদা অনুযায়ী বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। পর্যাপ্ত আমদানির কারণে পাইকারি ও খুচরা উভয় বাজারেই পণ্যটির দাম কমতির দিকে রয়েছে।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭