ইনসাইড পলিটিক্স

জাতীয় ঐক্যের নতুন কর্মসূচি কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2018


Thumbnail

মহানগর নাট্যমঞ্চে গত ২২ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এবং বর্তমান সংসদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে, সরকারকে এমন আল্টিমেটাম দেওয়া হয়।

আগামীকালই ৩০ সেপ্টেম্বর অর্থ্যাৎ আল্টিমেটাম পূরণের শেষ দিন। এই সময়টাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই ছিলেন না। সরকার ও সংশ্লিষ্টরাও জাতীয় ঐক্যের আল্টিমেটামকে তেমন গুরুত্বের চোখে দেখেনি। তাই এই আল্টিমেটামের ব্যাপারে সরকারের পক্ষ হয়ে কোনো সাড়া আসেনি। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আগামীকালের মধ্যে জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবি পূরণ করবে সরকার এমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু দাবি পূরণ না হওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা যে কোনো ধরনের বৈঠকে বসবে সে সম্ভাবনাও নেই বললেই চলে। কারণ জাতীয় ঐক্য প্রক্রিয়ার মূল নেতা ড. কামাল হোসেন কাউকে না জানিয়ে বিদেশ চলে গেছেন। ফলে আল্টিমেটামের সময় শেষ হয়ে যাওয়ার পর জাতীয় ঐক্য এ ব্যাপারে নতুন কী কর্মসূচি দেবে তা নিয়ে একটি অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে। ড. কামাল হোসেনকে ছাড়া নতুন কর্মসূচিও ঘোষণা করতে পারছে না নবগঠিত এই রাজনৈতিক জোট। এই নিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭