ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2018


Thumbnail

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ (শেখ হাসিনা-পদ্মা সেতু) করা হবে।’ 

আজ শনিবার বেলা ১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতু প্রকল্প এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর নামকরণের বিষয়ে প্রধানমন্ত্রী বারবার বলেছেন-পদ্মা নদীর নামে সেতুর নাম করা হবে। কিন্তু সংসদ সদস্য এবং বাইরের জনমত হলো আমাদের প্রধানমন্ত্রীর নামেই এ সেতুর নামকরণ করা হোক। তাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনমতের প্রতিফলন ঘটাতে চায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সৎ সাহস দেখিয়ে প্রমাণ করেছেন যে, তিনি বঙ্গবন্ধুর বীর কন্যা। সেই কারণে ৩১ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব ফান্ডে সেতুটি নির্মান করা হচ্ছে। সেতুর নামকরণের বিষয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে অনেক চিঠিপত্র আসে, সবার অভিমত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হোক সেতুর নামকরণ। ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ নামকরণের বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে সার সংক্ষেপ পাঠানো হয়েছে।’

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সাহস দেখান বঙ্গবন্ধু কন্যা। তার একক সাহসের সোনালি ফসল পদ্মা সেতু। তার একক অবদানের জন্য এই সেতু নির্মিত হচ্ছে। স্বপ্নেও ভাবতে পারিনি, সাহায্য ছাড়াই পদ্মা সেতু নির্মাণ হবে।’ 

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ আরও অনেকে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭