ইনসাইড বাংলাদেশ

যেসব ক্ষেত্রে কাজ করে আইপিইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2017


Thumbnail

রাজনৈতিক সম্পর্ক আলোচনার জন্য ১৮৮৯ সালে ফ্রেডিরিক পার্সেই এবং উইলিয়াম ক্রামার প্রতিষ্ঠা করেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ছিল স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য। যা পরে সার্বভৌম রাষ্ট্রসমূহের সংসদ গুলোর জন্য আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত হয়েছে।

বর্তমানে বিশ্বের ১৭১টি দেশ এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্য এবং ১১টি সহযোগী সদস্য রয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় সদস্য সংসদ আইপিইউ’র সদস্যপদ লাভ করে।

আন্ত-সংসদীয় সংলাপের প্রসারে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। বর্তমানে ছয়টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে কাজ করেছে আইপিইউ।

১. গণতন্ত্রের প্রসার
বিশ্বে গণতন্ত্রের প্রসারের লক্ষ্যে কাজ করছে আইপিইউ। একই সঙ্গে সংস্থাটি গণতন্ত্রের গ্রহণযোগ্য মান এবং প্রাসঙ্গিক গাইডলাইন তৈরি করে। মানবাধিকারের প্রসার, রাজনীতিতে নারী-পুরুষের অংশীদারিত্ব ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রসারে আইপিইউ সবসময় সচেষ্ট।

২. আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা
শুরু থেকে এখন পর্যন্ত নিরস্ত্রীকরণের জন্য কাজ করে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। ১৯৮৫ সালে মেক্সিকোর আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য সম্মেলনে আইপিইউ সর্বপ্রথম অস্ত্র নিরস্ত্রীকরনের আলোচনা করে।

৩. সাস্টেইনেবল ডেভলপমেন্ট
আইপিইউর আরেকটি কাজের ক্ষেত্র হল - সাস্টেইনেবল ডেভলপমেন্ট। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার, গণতন্ত্রের অগ্রগতির মত অত্যাবশ্যক বিষয় নিয়েই আইপিইউ সাস্টেইনেবল ডেভলপমেন্টের কাজ করছে।

৪. মানবাধিকার রক্ষা ও প্রসার
মানবাধিকার রক্ষা ও প্রসার আইপিইউ’র অন্যতম মূল লক্ষ্য। সংস্থাটির সংবিধানিক ধারার প্রথম অনুচ্ছেদেই বলা হয়েছে - গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মানবাধিকার রক্ষা ও প্রসারের জন্য আইপিইউ সদা তৎপর।

৫. রাজনীতিতে নারীর ভূমিকা
আইপিইউ অনেক দিন ধরেই রাজনীতিতে নারীর ভূমিকাকে প্রসার করছে। ১৯৯৯ সালে নাজমা হেপ্তুলা (ভারত) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ১৮৮৯ সালে প্রতিষ্ঠার প্রায় এক যুগ পর ১৯৮৭ সালে আইপিইউ তাদের নির্বাহী কমিটিতে প্রথম নারী নির্বাচন করেন। বর্তমানে ১৩৬তম সম্মেলনে ২০৯ জন নারী সদস্য যোগ দিচ্ছেন।

৬. শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি
শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি উন্নয়নের ক্ষেত্রে সবসময়ই একটি মুখ্য বিষয় হিসেবে কাজ করে। আইপিইউ এসব ক্ষেত্রের উন্নয়নেও কাজ করে যাচ্ছে।


বাংলা ইনসাইডার/এএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭