ইনসাইড বাংলাদেশ

নির্ধারিত সময়ের পরও চলেছে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/09/2018


Thumbnail

বিএনপিকে আজ রোববার ২২ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই শর্তগুলোর মধ্যে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে এমন শর্তও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শর্ত ভঙ্গ করে বিকেল ৫টার পরও সমাবেশ শেষ করেনি দলটি।

বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করার কথা থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্যয়ারা বক্তব্য রাখাই শুরু করেন বিকেল ৫টার পর। প্রথম সুযোগেই বিএনপির শর্ত ভঙ্গের এই বিষয়ই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি করেছে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়। দলীয় সঙ্গীত বলে পরিচিত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই সমাবেশের প্রধান অতিথি করেছে বিএনপি।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭