ইনসাইড বাংলাদেশ

সমাবেশ থেকে নির্বাচনমুখী বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/09/2018


Thumbnail

বিএনপির নেতারা দীর্ঘদিন ধরেই নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করে আসছিল। তবে এখন তারা এই দাবি থেকে সরে এসেছেন। বিএনপি এখন নির্দলীয় নয় বরং নিরপেক্ষ সরকার চায়। আর এই নিরপেক্ষ সরকার হতে হবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে।

আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ দফা দাবি ও ১২টি লক্ষ্য ঘোষণা করেন। ৭ দফা দাবির একটি হলো:

সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা।

বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে সমাবেশে দাবির এমন পরিবর্তনের মধ্যে দিয়েই বিএনপি নির্বাচনমুখী হলো।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭