ইনসাইড বাংলাদেশ

দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/09/2018


Thumbnail

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি। আজ রোববার সেনা সদর দপ্তরে তাঁকে মেজর জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক ডা. সুসানে গীতিকে মেজর জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে। ওই অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭